শপথ নিয়েই ট্রাম্পের ১৭ নির্দেশ বাতিল করলেন বাইডেন
শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানার ১৭টি সিদ্ধান্ত বাতিল করেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রশাসনিতে আদেশ জারি করে বাইডেন জানিয়েছেন, নষ্ট করার মতো সময় হাতে নেই। করোনা মোকাবিলা ও পরিবেশ পরিবর্তন নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি।
বাইডেন বিশ্ব স্বাস্থ্যসংস্থা থেকে সরে আসার ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করেছেন। সরকারি জায়গায় কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন। পাশাপাশি প্যারিস আবহাওয়া চুক্তিতে ফের অন্তর্ভুক্ত হওয়ার কাজ শুরু করতেও বলেছেন তিনি। মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার সিদ্ধান্তও বাতিল করেছেন তিনি। মুসলিম প্রধান দেশগুলির ওপর ভ্রমণের নিয়ন্ত্রণের নির্দেশও বাতিল করা হয়েছে। সেনাবাহিনীতে রূপান্তরকামীদের নিয়োগ, গর্ভপাত নিয়ে অন্য দেশে কর্মসূচিতে অর্থদানের মতো সিদ্ধান্তও নিতে চলেছেন বাইডেন। অন্যদিকে, বাইডেনের শপথের পরই চিন ট্রাম্পের স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও, নিরাপত্তা পরামর্শদাতা রবার্ট ওব্রায়েন ও রাষ্ট্রসংঘের মার্কিন রাষ্ট্রদূত কেলি গ্রাফটের ওপর ভ্রমণ ও ব্যবসায়িক নিষেধাজ্ঞা জারি করেছে চিন।