
মোদির ব্রিগেডের চারিদিকে মমতা
রবিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতা দেবেন ব্রিগেডের জনসভায়। সারা ভারতে তিনিই বিজেপির ‘সুপার ষ্টার ক্যাম্পেনার’। ব্রিগেডে আশাতীত ভিড় হবে বলে আত্মপ্রত্যয়ী রাজ্য বিজেপি। সারা রাজ্য থেকে বাসে ট্রেনে ট্রাকে মানুষ নিয়ে আসার নির্দেশ গিয়েছে বিজেপির বিভিন্ন মণ্ডলে। সূত্রের খবর, অন্যদিকে নতুন প্ল্যান নিয়েছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যে মমতার ছবি সহ ব্যানারে ছেয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিশেষ করে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতার যে যে জায়গা দিয়ে মোদির কনভয় যাবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট এবং বাংলা তার মেয়েকেই চায় ব্যানারে ভর্তি করে দিতে হবে।
বৃহস্পতিবারই
কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলদের বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই প্রতিটি অঞ্চলে ১ হাজার দলীয় পতাকা এবং ১ হাজার ব্যানার লাগাতে
পৌঁছে গিয়েছে বলে সূত্র মারফত খবর। এরপর সারা রাজ্যেই ওই একইভাবে ব্যানার
পোস্টার লাগাতে হবে। যাতে মোদির সভায় আসা প্রতিটি বিজেপি কর্মীই সেগুলি
দেখতে পান। এটা দেখাতে হবে যে বাংলায় মমতা ছাড়া কোনও বিকল্প নেই। বিজেপির
এক রাজ্য নেতার সহাস্য প্রশ্ন, শুধু পোস্টার ব্যানার লাগিয়ে কি ভোট জেতা
যায়? আরজেডির নেতা বৃন্দ রাই CN ওয়েবকে জানালেন, এটাতে একটা মানসিক চাপ
তৈরী হয়। তবে অন্য ‘চাপ’ না নেওয়াই ভালো।