Durga Puja: কলকাতার পুজোয় এবার আফগানির ছোঁয়া!

এবার কলকাতার পুজোতে  আফগানির ছোয়া। অশ্বিনীনগর বন্ধুমহলের এবারের ৪১ তম  দুর্গোৎসব। এই পুজোর থিম সং গাইবেন কয়েকজন আফগান শিল্পী। সঙ্গে পুজোর দিনগুলিতে তাদের পুজো মণ্ডপে দেখা যাবে আফগানি বেলি ডান্স। আর আজকে সেই বেলি ডান্সের বেশ কিছু অংশ তুলে ধরা হয়েছে। গত বছর প্রয়াত হন মৃৎশিল্পী অরুণ পাল। ২০১৮ সালের শারদোৎসবে বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহলের প্রতিমা গড়েছিলেন অরুণই। তাই প্রয়াত শিল্পীকে সম্মান জানাতে তাঁকে উদ্দেশ্য করে থিম তৈরি হয়েছে। থিমের নাম দেওয়া হয় – অরুণ। শিল্পী সম্রাট ভট্টাচার্যই এই থিম নিয়ে কাজ শুরু করেন। এদিকে উৎসবের মরসুমের আগেই আফগানিস্তানে ক্ষমতা দখলে মরিয়া হয়েছে তালিবানরা। যদিও এই ঘটনার নজর দিচ্ছে পুজো উদ্যোক্তারাও। আফগান গায়কদের দিয়ে দেবী দুর্গার পুজোর থিম সং গাওয়ানো যায় কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।