Durga Puja Travel: খুশির খবর, পুজোতে খুলছে পর্যটকদর জন্য সুন্দরবন

 সামনেই উৎসবের মরসুম। পুজোর ছুটি কাটাতে অনেকেই বেরিয়ে পড়বে পাহাড়ে  কিংবা জঙ্গলের পথে। যদিও গত দেড়বছর ঘরটা যাওয়ার প্রবণতা অনেকটাই কমে গিয়েছিল।তবে কিছুটা পরিস্থিতি স্থিতিশীল হতেই মানুষজন বেরিয়ে পড়ছে তাঁর পছন্দের জায়গায়। যদিও করোনা একটু বাগে আসতেই খোলা হয়েছে শহরের চিড়িয়াখানা। কয়েকটি ন্যাশনাল পার্কের দরজাও খুলে দেওয়া হয়েছে। এবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হল সুন্দরবনের  ব্যাঘ্র প্রকল্পগুলি । সেই মর্মে সরকারিভাবে বৃহস্পতিবার জারি করা হয় একটি নির্দেশনামা। সুন্দরবনের আশেপাশের পর্যটনের জায়গাগুলিও খুলে যাচ্ছে পয়লা অক্টোবর থেকে।

                      অবশ্য অরণাধী মেনেই খোলা হচ্ছে সুন্দরবন। প্রতিটি জলযানে কতজন পর্যটক বহন করা হবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক পর্যটক যেমন মাস্ক পরবেন তেমনি সামাজিক দূরত্ব বজায় রাখবেন প্রতিটি ক্ষেত্রে। জলযানগুলিকে নিয়মমাফিক স্যানিটাইজেশন করতে হবে। আর এই সব মেনে চলা হচ্ছে কিনা তা দেখা হবে প্র