
তৃণমূলের সভা থেকে কৈলাশ-মুকুলের গাড়িতে উড়ে এল ইট-জুতো
বিজেপির মিছিল ডায়মন্ড হারবার রোড থেকে শুরু হয়ে বিকেল চারটে নাগাদ এসে পৌঁছায় ওয়াটগঞ্জ এলাকায়। সেখানে রাস্তার পাশেই একটি ছোট মঞ্চ বেঁধে তৃণমূলের সভা চলছিল। সেখানে কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিমের ছবি ছিল। শাসকদলের শ’খানের কর্মী-সমর্থক উপস্থিত ছিল। বিজেপির মিছিল ওই এলাকা পৌঁছাতেই গোলমাল শুরু হয়। অভিযোগ, তৃণমূলের ওই মঞ্চ থেকেই বিজেপি নেতাদের গাড়ি লক্ষ্য করে উড়ে এল ইট ও জুতো।
বিজেপির পদযাত্রায় একটি সুসজ্জিত গাড়িতে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায় এবং অর্জুন সিংয়ের মতো নেতারা। ওই গাড়ি লক্ষ্য করেই উড়ে আসে ইট-জুতো। যদিও কোনটাই এসে লাগেনি বিজেপি নেতাদের গায়ে। এরপরই সেখানে তৈরি হয় সাময়িক উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী থাকায় পরিস্থিতি দ্রুত সামলে নেয়। যদিও ইট-জুতো ছোঁড়ার কথা অস্বীকার করেছে তৃণমূল। যদিও এদিন মিছিলের অনুমতি দেওয়া নিয়ে টালবাহানা চলছিল সকাল থেকেই। পরে মেলে অনুমতি। গোটা মিছিল কড়া নিরাপত্তার মোড়কে ঘেরা ছিল। ওয়াটগঞ্জের তৃণমূলের মঞ্চও ঘেরা হয়েছিল পুলিশের গার্ডরেলে। তবুও সেখানে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক ভিড় করে। তাঁরাই মুখ্যমন্ত্রী ও ফিরহাদ হাকিমের নামে জয়ধ্বনি দিতে থাকেন। সেসময়ই কয়েকটি জুতো বিজেপি নেতাদের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে বলে অভিযোগ। যদিও এদিন বড় ধরনের গোলমাল হয়নি পুলিশের তৎপরতায়।