
দক্ষিনেশ্বর-নোয়াপাড়া মেট্রোয় ব্যাঘাত, ভোগান্তিতে যাত্রীরা
মাস খানেক আগেই চালু হয়েছে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুট। এরমধ্যেই সোমবার ব্যাঘাত ঘটল এই রুটে। সোমবার কর্মব্যস্ততার মাঝে ফের মেট্রো চলাচলের ব্যাঘাত ঘটল। ফলে সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। যদিও যান্ত্রিক ত্রুটির কারণেই পরিষেবায ব্যাঘাত হয়েছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। এর জেরে পরিষেবা বেশ কিছুক্ষনের জন্য বন্ধ থাকে। দক্ষিনেশ্বর থেকে নোয়াপাড়া মেট্রগামী তৃতীয় লাইনে সমস্যা হয়েছে বলেই জানিয়েছে কলকাতা মেট্রো। তাঁদের দাবি, বৈদুতিক ত্রুটির কারণে মেট্রো পরিষেবা বন্ধ করা হয়েছে। দ্রুততার সঙ্গে সমস্যার সমাধানের চেষ্টা শুরু করে মেট্রোর ইঞ্জিনিয়াররা। তবে চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই কিভাবে সমস্যা হল সেটা নিয়ে প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা।