
কন্যা সন্তানের জন্ম দেওয়ার আগেই নিজের সৎছেলেকে বিয়ে করলেন মা!
রাশিয়ার এক জনপ্রিয় ব্লগার মারিয়ানা বালমাশেভা, কয়েকদিন আগেই তিনি স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন। এবার তিনিই তাঁর সৎছেলেকে বিয়ে করেছেন। বিয়ের পরই তিনি এক কন্যাসন্তানের জন্ম দিলেন। যদিও স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদের মূল কারণই হল তাঁর একুশ বছরের সৎছেলে ভ্লাদিমির শ্যাভরিন ওরফে ‘ভোভা’। তাঁর প্রেমেই মজেছিলেন বছর উনত্রিশের মারিয়ানা। ফলে স্বামীকে ডিভোর্স দিয়ে ‘প্রেমিক’ সৎছেলেকে বিয়ে করলেন তিনি। এবার রাশিয়ার ক্রাসনোদা শহরের এক হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিলেন ব্লগার মারিয়ানা বালমাশেভা।