Calcutta News| Bengali News | Live Bengali News| Bangla News | News Update

ভারী বৃষ্টির পূর্ভাবাস

নিম্নচাপের জের দিনভর চলবে  বৃষ্টি  জানালো আলিপুর আবহাওয়া দফতর। শনি ও রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। যদিও উত্তরপ্রদেশ-বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। সারাদিনই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে দফায় দফায় বৃষ্টির কারণে শহরের একাধিক জায়গায় জল জমেছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে ও প্রবল বৃষ্টির সম্ভাবনা।

এছাড়া উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। নিম্নচাপের জের বৃষ্টি বাড়বে জানালো আলিপুর হাওয়া অফিস।

Tags:
rainfall
foecast
sunday