চিনা টিকার কার্যকারিতা ৫০%, প্রশ্ন স্বচ্ছতা নিয়েও
চিনে তৈরি করোনার টিকা সিনোভ্যাকের কার্যকারিতা মাত্রই ৫০.৩৮ শতাংশ। ব্রাজিলে সিনোভ্যাকের শেষপর্যায়ের পরীক্ষা এই তথ্য জানা গিয়েছে। আগে যে ফল পাওয়া গিয়েছিল, এটা তার থেকেও কম। ব্রাজিলের সরকারি বিবৃতিতে মঙ্গলবার এই কথা জানা গিয়েছে। এই কার্যকারিতার হার প্রয়োগের জন্য উপযুক্ত হলেও তা আগেকার ঘোষণামতো ৭৮ শতাংশ নয়। তারপরই প্রশ্ন উঠছে, চিনের টিকার স্বচ্ছতা অভাব নিয়েই।
বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলে চিনা টিকার কার্যকারিতার হার অন্য টিকা কোম্পানিগুলির থেকে কম হওয়ায় বিশ্বে তাদের গ্রহযোগ্যতা কমবে। করকোনা সংক্রমণ নিয়ে গোড়া থেকেই চিনের প্রতি যে অবিশ্বাস রয়েছে, তা আরও বাড়বে। উন্নয়নশীল দেশে টিকা সরবরাহ করে সেই অবিশ্বাস মেরামতির যে চেষ্টা করছে চিন, তা ধাক্কা খাবে। ব্রাজিলের বিভিন্ন প্রদেশে ১৩ হাজার স্বাস্থ্যকর্মীকে এই টিকা দেওয়া হয়েছে। সিমনোভ্যাকের এক পরিতিনিধি জানিয়েছেন, চিনের কোম্পানিটি গোটা বিষয়টির মূল্যায়ণ করছে।