
মুর্শিদাবাদে হেরোইন তৈরির কারখানার হদিশ
এবার মুর্শিদাবাদে হেরোইন তৈরির কারখানার হদিশ পেল পুলিশ। রঘুনাথগঞ্জ থানার বাগপাড়া এলাকায় হিরোইন তৈরির কারবার চলছিল। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ যৌথভাবে হানা দেয় ওই কারখানায়। একটি বাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণে হেরোইন তৈরি করার সামগ্রী উদ্ধার করে পুলিশ। পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁদের নাম আনারুল শেখ ও তহিদুল শেখ, বাড়ি লালগোলা থানার শাহাবাজপুর এলাকায়। তাঁদের জেরা করে এই কারবারের মূল পাণ্ডাদের ধরার চেষ্টা করছে এসটিএফ।