কালকা মেলের নতুন নাম ' নেতাজি এক্সপ্রেস '
ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী ট্রেন 'হাওড়া দিল্লি কালকা মেল'। জন্ম সেই ব্রিটিশ যুগে। একসময় একরাতের মধ্যে দিল্লি পৌঁছনোর দ্রুতগামী ট্রেন ছিল কালকা মেল। কলকাতা থেকে দিল্লি যেতে কে চড়েননি এই ট্রেনে! একসময়ে ড. বিধানচন্দ্র রায়ও দিল্লি যেতেন এই ট্রেনে। এমনকী প্রাক্তন রাজ্যপাল পদ্মজা নাইডুও বিদায় নিয়েছিলেন কালকা মেলে। সেই কালকা মেল্ ২৩ জানুয়ারি থেকে হবে "নেতাজি এক্সপ্রেস," জানলেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল।
আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিবস। এই দিনটিকে কেন্দ্র করে কেন্দ্রে এবং রাজ্যে নানান অনুষ্ঠান হবে। ওইদিনই নেতাজি এক্সপ্রেস চলবে হাওড়া-দিল্লি-কালকা। রেলমন্ত্রী জানালেন, ১৯৪১ সালে এলগিন রোডের বাড়ি থেকে পালানোর সময়ে নেতাজি কালকা মেল ধরে দিল্লি গিয়েছিলেন। তাই এই পরিবর্তিত নাম।