ভূকম্পে ধূলিস্যাৎ হাসপাতালের নীচে আটকে রোগী, কর্মীরা
প্রচণ্ড ভূমিকম্পে ধূলিস্যাৎ হাসপাতালের নীচে আটকে রয়েছেন বেশ কয়েকজন কর্মী ও রোগী। তাঁদের ধ্বংসস্তূপ থেকে বের করার চেষ্টা চলছে। শুক্রবার ভোরে ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপে ঘটনা। মামুজুতে ওই হাসপাতালটি মাটির সঙ্গে মিশে গিয়েছে। মারা গিয়েছেন অন্তত তিনজন। সুলেওয়াসিতে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। মাজুমুর ৩৬ কিলোমিটার দূরে এই ভূকম্পের উৎস। গভীরতা ছিল ১৮ কিলোমিটার।
মামুজুতে ওই হাসপাতালটি একেবারে মাটিতে মিশে গিয়েছে। এছাড়া সেখানকার একটি বাড়ির ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন আটজন। ভেঙে পড়েছে একটি হোটেল। গোটা শহরেই ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। ফেটে গিয়েছে রাস্তা, ভেঙে পড়েছে বহু বাড়ি। আড়াই বছর আগে ২০১৮ সালে সুলেওয়াসিতে ভয়ঙ্কর ভূমিকম্পে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেবার ৭.৫ মাত্রার ভূকম্প হয়েছিল সেখানে। ৪,৩০০ বাসিন্দা হয় মারা যান, না হয় নিখোঁজ হন। ২০০৪ সালে সুমাত্রায় সুনামিতে ৯.১ মাত্রার ভূকম্পে মারা যান ২ লাখ ২০ হাজার মানুষ।