
দ্য গার্ল অন দ্য ট্রেন-এর রিমেক দিয়েই ওয়েব দুনিয়ায় পরিণীতি
২০১৯-এ 'জবড়িয়া জোদি'-তে শেষ জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। দীর্ঘ একবছর পর পর্দায় ফিরছেন পরিণীতি চোপড়া। তবে বড় পর্দায় নয়, পরিচালক ঋভু দাশগুপ্তের ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-সিনেমা দিয়েই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমাটির টিজার। চাকরি হারানো এক ডিভোর্সি মহিলার চরিত্রে অভিনয় করছেন পরিণীতি। ওই চরিত্রটিকে লন্ডনের বুকে একটি রহস্য সমাধানের চেষ্টা করতে দেখা যাবে। এই প্রথম একদম অন্য অবতারে তাঁকে দেখতে পাবেন দর্শকরা। আগামী ২৬ জানুয়ারি Netflix- এ মুক্তি পাবে এই সিনেমাটি।