বাংলার বিধানসভায় লড়বে নীতীশের দল
শোনা গিয়েছিল শিবসেনা, মায়াবতীর দল, ঝাড়খন্ড মুক্তি মোর্চা ইত্যাদি দলগুলি আগামী পশ্চিমবঙ্গের নির্বাচনে অংশ নেবে এবারে জানা গেল বিজেপির জোটসঙ্গী এনডিএর শরিক জনতা দল (ইউনাইটেড) বা নীতীশ কুমারের দলও লড়তে নামছে। দলের অন্যতম মুখপাত্র কে সি ত্যাগী জানান, তাঁরা একক ভাবেই লড়বেন তবে যদি অন্য কোনও দল জোট গড়তে চায় তবে ভেবে দেখা যেতে পারে, তবে বিজেপির সাথে জোট নয়। কিন্তু কেন এমন পরিকল্পনা, উত্তরে ত্যাগী জানান, আমরা বিহার বাদে অন্য রাজ্যে একাই লড়ি। পরোক্ষভাবে অরুণাচলের ঘটনার ইঙ্গিত দিলেন ত্যাগী, যেখানে নীতীশের দলের ৬ বিধায়ক যোগ দিয়েছিলেন বিজেপিতে।
ডিসেম্বরেই ঠিক হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে জেডিইউ আলাদাভাবে প্রাথী দিচ্ছে জানিয়েছিলেন দলের রাজ্যসভার সদস্য গুলাম রসুল বালিয়াড়ি। তিনি বলেছেন, ৭৫টি আসনে তাদের দল প্রার্থী দেবে। জানা গিয়েছে, বিহার ঝাড়খন্ড লাগোয়া অঞ্চলগুলিতে প্রার্থী দিচ্ছে তাঁরা। অবশ্য ২০১৬ সালেও নীতীশের দল বাম কংগ্রেসের সাথে জোট বেঁধে লড়েছিল। এবারের আঙ্গিক সম্পূর্ণ আলাদা। তাঁরা মনে করেন, বিহারে তাদের আসন নানান কারণে কমে গিয়েছে, ছিল ৭১ আর এবার হয়েছে ৪৩ ফলে আসন বা ভোট বাড়াতে বাংলায় আসছে তারা।