খেলোয়াড় চোটের জন্য দায়ী আইপিএলঃ ল্যাঙ্গার
ভারতীয় ক্রিকেট দল এখন হাসপাতালে পরিণত হয়েছে, ব্যতিক্রম নয় অস্ট্রেলিয়াও ক্ষোভে জানালেন আজি কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং তার জন্য দায় নিতে হবে আইপিএলকে। তিনি বলেন, সাদা বলের বিরোধী তিনি নন এবং আইপিএল টুর্নামেন্ট খেলে ভালোই হয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু এত বড়ো সফরের আগে এই টুর্নামেন্ট না হওয়াই উচিত ছিল। আইপিএল সাধারণত হয়ে থাকে মে-জুন মাসে। সেখানে হয়েছে সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি এবং তারপর ভারতীয় দলকে চলে আসতে হয়েছে অস্ট্রেলিয়ায় অর্থাৎ ৪ মাসেরও বেশি খেলোয়াড়রা গৃহছাড়া। ক্রিকেটে মন মানসিকতারও একটা ব্যাপার আছে।
বাস্তবিকই ল্যাঙ্গারের বক্তব্যের যুক্তি আছে। প্রথমে বিরাট ফিরে এলেন। তারপর একে একে চোট পেয়ে ছিটকে গেলেন শামি, যাদব, রাহুল, জাদেজা, হানুমা, জাদেজারা। অন্যদিকে অস্ট্রেলিয়া দল থেকেও চোটে বাদ গেলেন তিন খেলোয়াড়। কিন্তু আইপিএল নিয়ে মুখ খোলার ক্ষমতা কারুর নেই কারণ এখানে কোটি কোটি টাকা ওড়ে। যে কোনও দলের একজন সাব স্টাফেরও টুর্নামেন্টে রোজগার ৫০ লক্ষ টাকার উপর। কিন্তু তাই বলে দেশের ক্যাপ পড়ার আগে একটি দল হাসপাতালে পরিণত হবে এটা কাম্য নয় জানাচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। ব্রিসবেনের ঘাসে মোড়া গতির পিচে দ্বিতীয় শ্রেণীর দল হিসাবে ভারত যে বিপদে পড়বে তা বলাই বাহুল্য।