
বিশ্বে ১০ জনের মধ্যে ৬ জনের চাকরি থাকবে, তবে কি টেকনোলজি নয়া পন্থা?
কর্মব্যস্ততায় থাকা একটি মানুষ কর্মহীন হয়ে পড়লে তবে কি হবে ভেবে দেখেছেন? কর্মের নেশায় মানুষ আজকাল এপ্রান্ত থেকে ওপ্রান্তে। কিন্তু দিন্দা দিনে মানুষ তার কর্ম হারাচ্ছে। কিছুটা ভুগছে আক্ষেপে। এদিকে দেশে একবছর আগে করোনা সংক্রমণে মানুষ তার কর্ম হারিয়েছে। সেই রেশ এখনো চলছে। সমীক্ষায় বলা হচ্ছে, আগামী চারবছরের মধ্যে বিশ্বজুড়ে ১০ জনের মধ্যে কমপক্ষে ৬ জন চাকরি হারাবেন। এমনি ব্যাখা দিলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের তরফে। সমিক্ষয় আরো জানা গেছে ,এই করোনায় ডিজিটাল দক্ষতায় বেশি নজর দিয়েছে।কেউ অব ওয়ার্ক ফর্ম হোমে ব্যস্ত। আবার করোনার জেরে লোকডাউন থাকায় মানুষ কিন্তু তাদের জীবিকা ও অনেক বদলেছে। নোতুন কিছু শিখেছে।সেই ভাগটাই বেশি আছে. বর্তমানে মানুষ বেশি টেকনোলজির ওপর নির্ভরশীল।তবে কিছুটা কমলেও।আবার নতুন করে ফিরবে এই ব্যবস্থা। বহু মানুষের নতুন চাকরি হবে. টেকনোলজি দেখাবে নতুন পথের দিশা।