সপ্তাহের প্রথম দিনেই আইএসএলে দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসির মুখোমুখি হয়েছিল এসসি ইস্টবেঙ্গল। প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও চেন্নাইয়ানের বিরুদ্ধে ভাল খেলও জয় অধরা লাল-হলুদ শিবিরের। রুদ্ধশ্বাস ম্যাচের ৬৫ মিনিটের বেশি সময় ১০ জন মিলে লড়াই করে ফাওলারের ছেলেরা। ম্যাচ শেষ হয় গোল শূন্য ভাবে। ম্যাচ থেকে উভয় দলই ১ পয়েন্ট করে ভাগ করে নেওয়ায় আপাতত লিগ টেবিলে অবস্থান বদল হল না কোনও দলের। যদিও ম্যাচ জিতলে লিগ টেবিলে বড়সড় লাফ দেওয়ার সম্ভাবনা ছিল এসসি ইস্টবেঙ্গলের সামনে।