
জল্পনার অবসান, 'ফাইটার'-এ একসঙ্গে হৃত্বিক-দীপিকা
জল্পনা চলছিলই, রবিবার নিজের জন্মদিনেই এবার সেই জল্পনায় শিলমোহর দিলেন হৃত্বিক রোশন। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় পরবর্তী সিনেমা 'ফাইটার'-এ দীপিকা পাডুকোনের সঙ্গেই জুটি বাঁধছেন বলিউডের এই গ্ল্যামার বয়।
এদিন নিজের ইনস্টাগ্রামে সিনেমার প্রথম ঝলকের একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। বহুদিন ধরেই যুদ্ধবিমানের উপর একটি সিনেমা তৈরির ইচ্ছে ছিল সিদ্ধার্থের। ওয়ার-সিনেমার শুটিং চলাকালীনই সেকথা হৃত্বিককে জানিয়েছিলেন পরিচালক। ২০২১-এর ডিসেম্বর থেকে শুটিং শুরুর কথা রয়েছে। সব কিছু ঠিক থাকলে ২০২২-এর ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা 'ফাইটার'-এর। সিনেমায় বায়ুসেনার এক আধিকারিকের ভূমিকায় দেখা যাবে হৃত্বিককে। দীপিকার চরিত্র নিয়ে এখনও কিছু জানা না গেলেও সিনেমায় দুজনকেই অ্যাকশন দৃশ্যে দেখতে পাবেন দর্শক।