দেশে প্রথম করোনা টিকা সাফাইকর্মীকে
দেশের মধ্যে প্রথম করোনার টিকা নিলেন মণীশ কুমার। তিনি দিল্লির এইমস হাসপাতালের সাফাইকর্মী। তাঁর পরেই টিকা নিয়েছেন স্বাস্থ্যকর্মী ধবল দ্বিবেদী। তৃতীয় টিকা নিয়েছেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তাঁর পরে নীতি আয়োগের সদস্য ভি কে পাল।
টিকা নেওয়ার পর মণীশ বলেছেন, দারুণ অভিজ্ঞতা হল। তিনি মোটেই টিকা নিতে ভয় পাননি, এতে ভয়ের কিছুই নেই। এদিন টিকাকরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেছেন, করোনা যুদ্ধে এই টিকা সঞ্জীবনী। এর আগে পোলিওর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছি। উল্লেখ্য, এদিন টিকা নিয়েছেন কোভিশিল্ডের নির্মাতা সিরাম কর্ণধার আদার পুনেওয়ালা।