
পাল্টে গেল বর
এ যেন সিনেমা বিয়ের বরই পাল্টে যাচ্ছে। যেন সত্যজিৎ রায়ের অপুর সংসারের নব সংস্করণ। ঘটনাটাই ঘটে কর্ণাটকের চিকমাগালুরে। পাত্র নবীন, কর্পোরেট ওয়ার্ল্ডের কোনও এক সংস্থার কনসালটেন্ট, উচ্চশিক্ষিত এবং পাত্রী সিন্ধু, পেশায় চিকিৎসক এবং এম ডি। বিয়েতে বিশাল আয়োজন। হঠাৎ নবীনের দীর্ঘদিনের বান্ধবী হাজির বিয়ের অনুষ্ঠানে এবং এসে হুঙ্কার নবীনকে। নাটকীয় পরিস্থিতি হওয়ার আগেই নবীন তার বান্ধবীকে নিয়ে বিয়ের মণ্ডপের বাইরে চলে আসে, এবার বান্ধবী চেপে ধরে তাকে, বলে, হয় বিয়ে করো নইলে এখনই আত্মহত্যা করব। বিপাক দেখে বান্ধবীকে নিয়ে চম্পট দেয় নবীন।
ওদিকে ততক্ষনে কান্নার রোল উঠে গিয়েছে। শিক্ষিত ডাক্তার সিন্ধু জানায়, আজ বিয়ে না হলে সে নাকি লগ্নভ্রষ্টা হবে কাজেই এখানেও সেই আত্মহত্যার হুমকি। দ্রুত খোঁজ শুরু হল নতুন বরের খোঁজ। শেষপর্যন্ত সুঠাম এক বর পাওয়া গেল। সে এই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল, অবশেষে চার হাত এক হল। বর বেঙ্গালুরুর সরকারি বাস কন্ডাকটর।