২০২০ সালের বিদায়ের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। ঘড়ির কাঁটা রাত ১২ টা ছুঁলেই নতুন বছর ২০২১কে স্বাগত জানাবে বিশ্ববাসী। আর বছরের এই শেষদিন নিউ ইয়ার্স ইভ উপলক্ষে গুগল বানিয়েছে একটি বিশেষ ডুডল (Doodle)। বিশেষ বিশেষ দিনে গুগল ডুডল দেখতে অপেক্ষা করেন ব্যবহারকারীরা। আর ২০২০-র শেষ ডুডল নিরাশ করেনি তাঁদের।