
চিটফাণ্ড কাণ্ডে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিং
চিটফাণ্ড কাণ্ডে দিল্লিতে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কে ডি সিং। চিটফাণ্ড সংস্থা অ্যালকেমিস্টের কর্ণধার তথা ব্যবসায়ী কে ডি সিংকে বুধবার সকালে গ্রেফতার করেছে এনফর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। উল্লেখ্য, ২০১৪ সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন ব্যবসায়ী কে ডি সিং। তিনি ২০২০ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। ইডি সূত্রে খবর, ২৩৯ কোটি টাকার প্রতারণার মামলা ছিল তাঁর বিরুদ্ধে।
ইডির দাবি, অ্যালকেমিস্টের নামে বাজার থেকে তোলা বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে। নির্দিষ্ট তথ্য প্রমান হাতে পেয়েই কে ডি সিংকে গ্রেফতার করা হয়েছে। এদিনই তাঁকে দিল্লির আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ড্যারিং অ্যাক্টে মামলা হয়েছে। সূত্রের খবর, প্রায় হাজার কোটি টাকা বাজার থেকে তুলেছিল অ্যালকেমিস্ট, এরমধ্যে বেশিরভাগ টাকাই আমানতকারীদের ফেরত না দেওয়ার অভিযোগ ছিল। তদন্তে ইডি আধিকারিকরা জানতে পেরেছে এই টাকার বেশিরভাগ অংশই বিদেশে পাচার হয়েছে। এর আগে বিভিন্ন সময় কে ডি সিংকে বারবার জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও উঠেছিল। অবশেষে বুধবার তাঁকে গ্রেফতার করে ইডি।