
একধাক্কায় পারদ চড়ল ৫ ডিগ্রি, ঘন কুয়াশায় মুড়েছে কলকাতা
পূর্বাভাস মতোই বেড়েছে তাপমাত্রা। এক ধাক্কায় পারদ চড়েছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির কাছাকাছি। আর বুধবারই তা বেড়ে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ফলে তাপমাত্রা বাড়লেও কিছুটা ঠান্ডার আমেজ পাচ্ছেন শহরবাসী। আগামী ২৪ ঘন্টায় জেলাগুলিতে কুয়াশার দাপট চলবে বলে জানানো হয়েছে। কিছু কিছু অঞ্চলে দৃশ্যমানতা অনেকটাই নিচে নেমে যেতে পারে বলেও সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা পরিস্থিতি বদলের সম্ভবনা নেই। তবে বৃহস্পতিবার থেকে আবার ঢুকবে উত্তুরে হাওয়া। চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। মৌসম ভবন সূত্রে খবর, পূবালি হাওয়ার ও জলীয় বাষ্পের জেরে উত্তুরে হাওয়ার প্রবেশ করতে পারছে না। বুধবার বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ।এর ফলেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দক্ষিণবঙ্গ। এদিকে, উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই উত্তর পশ্চিম ভারতে ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে। ফলে কমবে তাপমাত্রা। তুষারপাতও হতে পারে কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের কিছু অঞ্চলে। আর এরজেরেই বঙ্গেও শীতের রেশ পড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।