EPL আপডেটঃ করোনাকে ছাপিয়ে জিতল ম্যাঞ্চেস্টার সিটি, উঠে এল তিনে

ইংলিশ প্রমিয়ার লিগের তিন নম্বরে উঠে এল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার রাতে ঘরের মাঠে ১-০ গোলে ব্রাইটনকে হারাল গুরু পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ম্যান সিটির বেশ কয়েকজন ফুটবলার করোনায় আক্রান্ত। তাঁদের বাদ দিয়েই এদিন মাঠে নেমেছিল গুয়ার্দিওলার দল। এর আগেও করোনার জেরে ইপিএলে সিটির ম্যাচ বাতিল করেছে কর্তৃপক্ষ। তবে এদিন ম্যাচে বাড়তি সুরক্ষাবলয় ছিল। ম্যাচের প্রথমার্ধ থেকেই জমে উঠেছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে। প্রথমার্ধ শেষের আগের মিনিটেই ফিল ফোডের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে ম্যান সিটি আক্রমণে চাপ বাড়ালেও গোল ব্যবধান বাড়াতে ব্যর্থ হন। ম্যান সিটি ম্যাচ জিতে আপাতত পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে জায়গা করে নিল। ১৬ ম্যাচের মধ্যে ১৪ ম্যাচে অপরাজিত থেকে ৩২ পয়েন্ট পেপ গুয়ার্দিওলার দলের।