
EPL আপডেটঃ নিউ ক্যাসেলকে ৩ গোলে উড়িয়ে দিল আর্সেনাল
সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিউ ক্যাসেলের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। জমজমাটি ম্যাচে নিউ ক্যাসেলকে ৩-০ গোলে হারাল মাইকেল আর্তেতার দল। ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণমুখী ছিল আর্সেনাল। ১৪ মিনিটে গোল করার সুযোগ এসেছিল আবামেয়াং-এর কাছে। ২৫ মিনিটে পাল্টা আক্রমণ করে নিউক্যাসেল। দ্বিতীয়ার্ধের ৫০ ও ৭৭ মিনিটে জোড়া গোল করেছেন আর্সেনালের দুরন্ত স্ট্রাইকার এমেরিক আবামেয়াং। ৬০ মিনিটে আর্সেনালের হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছিলেন বুকাও সাকা। নিউক্যাসেল কয়েকবার সুযোগ পেলেও গোলের বাইরে শট রেখে সুযোগ নষ্ট করে। এই জয়ের পরও ১৯ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে ইপিএল পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে মাইকেল আর্তেতার দল।