EPL আপডেটঃ জিতল লেস্টার ও চেলসি

শনিবার জমজমাটি ম্যাচ ঘিরে পারদ চড়েছিল ইংলিশ প্রমিয়ার লিগে। সাউদাম্পটনকে ২-০ গোলে হারাল লেস্টার সিটি। ফলে লিগ টেবিলের দুয়ে উঠে এল তাঁরা। ম্যাচের প্রথমার্ধের ৩৭ মিনিটে জেমস ম্যাডিসনের গোলে এগিয়ে যায় লেস্টার সিটি। গোল শোধের চেষ্টায়  সাউদাম্পটন কয়েক বার আক্রমণ করলেও প্রতিহত হয় লেস্টার সিটির ডিফেন্ডারদের কাছে। ম্যাচের অতিরিক্ত সময়ে হারভের গোলে জয় নিশ্চিত করে লেস্টার সিটি। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট পেয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল লেস্টার সিটি। অন্যদিকে সম সংখ্যক ম্যাচ খেলে ২৯ পয়েন্ট সাউদাম্পটনের।