
প্রথমবার দেশে একদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ
দেশে দ্বিতীয় করোনার স্ট্রেন ছাপিয়ে গেলো প্রথম করোনার স্ট্রেনকে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।এদিকে মহারাষ্ট্রের পরিস্থিতি ভয়ঙ্কর। দেশে এবার দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেল ১ লাখের কাছাকাছি। এর আগে এত সংক্রমণের সংখ্যাটা ছাড়ায়নি. গতবছর সংক্রমণের সংখ্যাটা ছিল ৯৭ হাজার ৮৯৪.এরপর যদিও কমতে থাকে।ফের শুরু হল দ্বিতীয় সংক্রমণের ঢেউ। তবে এইমুহূর্তে ৫-৬টি রাজ্যে সংক্রমণের সংখ্যা বেশি। যদিও মহারাষ্ট্রে একদিনে বেড়ে দাঁড়ালো ৫৭ হাজার ৫৪ ৭৪ জন। এদিকে মহারাষ্ট্রের সাথে পাল্লায় রয়েছে মুম্বাই।সেখানেও খারাপ অবস্থা। একদিকে ভোট অন্যদিকে বেড়ে চলেছে করোনার মাত্রা। বলা যায় এখন গোটা দেশ উদ্বেগজনক পরিস্থিতিতে।