প্রথম ২ দিনে রাজ্যগুলিতে করোনার টিকা নেওয়ার হার কম
করোনার টিকাকরণের দ্বিতীয় দিনে দেশের ১৭ হাজারেরও বেশি নাগরিককে টিকা দেওয়া হয়েছে। এপর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন মোট ২ লাখ ২৪ হাজার। তাদের মধ্যে ৪৪৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। রবিবার অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, কেরল, মনিপুর, অরুণাচল প্রদেশ এবং তামিলনাড়ুতে টিকাকরণ হয়েছে।
তবে প্রথম দুইদিনে রাজ্যগুলিতে করোনার টিকাকরণ নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছল না। স্বাস্থ্যকর্মীদের টিকা নেওয়ার হার সর্বত্র একইরকম নয়। রাজ্যগুলি জানাচ্ছে, অনেকেই অপেক্ষা করার মনোভাব নিয়ে চলছেন। তাঁরা টিকার প্রতিক্রিয়া দেখে নিতে চান। তাছাড়া, কোউইন অ্যাপ ঠিকমতো কাজ না করাও একটা কারণ। প্রথম দিনে তামিলনাড়ুতে স্বাস্থ্যকর্মীদের মাত্রই ১৬ শতাংশ টিকা নিয়েছেন। ৩০ হাজার ডোজ দেওয়ার কথা থাকলেও দুইদিনে টিকা নিয়েছেন ৬,১৫৬ জন। অন্ধ্রপ্রদেশে ৩২ হাজার টিকাকরণের লক্ষ্য থাকলেও টিকা নিয়েছেন ৬১ শতাংশ। তুলনায় কেরলে টার্গেটের ৭০ থেকে ৯০ শতাংশ পূরণ হয়েছে। কোউইন অ্যাপের গোলমালের জন্য মহারাষ্ট্রে টিকাকরণ সোমবার পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে।
পশ্চিমবঙ্গে ১৬ জানুয়ারি ১৫,৭১৭ জনকে টিকা দেওয়া হয়েছে। সেখানে ২০,৭০০ জনকে টিকা দেওয়ার কথা থাকলেও কোউইন অ্যাপে গোলমালে সবার কাছে মেসেজ পাঠানো যায়নি। দিল্লিতে টিকাকরণ হয়েছে ৫৩.৩ শতাংশ। শনিবার ওডিশায় টিকা নিয়েছেন ৮৫ শতাংশ। রাজস্থানে ৭৩.৮ শতাংশ টিকা নিয়েছেন।