
আজ তিনি স্নেহময়ী ঠাকুমা
মঙ্গলবার অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে সিবিআই একটি দল তাঁদের হরিশ মুখার্জি রোডের বাড়িতে উপস্থিত হয়। এই প্রতিবেদন লেখার সময়ে জেরা চলেছে। কেন্দ্রীয় পুলিশ বাহিনী আসার কিছুক্ষন আগেই সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিষেকের পিসি । উপস্থিত মিডিয়া মহলের স্বাভাবিক প্রশ্ন, হঠাৎ মুখ্যমন্ত্রী কেন? মুখ্যমন্ত্রী দশ মিনিট সেখানে ছিলেন। তারপর বেরিয়ে আসেন। সংবাদ মহলের সামনে তিনি কোনও কথা বলেন নি। কিন্তু তাঁর বেরিয়ে আসার সময়ে এক আবেগতাড়িত দৃশ্য দেখতে পাওয়া যায় ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই ছেলে মেয়ে। মেয়ে বড়,ছেলেটি একেবারেই ছোট। দেখা যায় মুখ্যমন্ত্রী বেরিয়ে আসার সময়ে অভিষেকের কন্যার হাত ধরে বেরিয়ে আসতে, বাচ্চাটির সাথে একটি ব্যাগ। মুখ্যমন্ত্রীর পরিবারের তৃতীয় প্রজন্ম অভিষেকের পুত্র কন্যা, কাজেই তারা তাঁর নাতি নাতনি। আজ মুখ্যমন্ত্রী স্নেহময়ী ঠাকুমা। বাড়িতে পুলিশ বা অজানা মানুষকে দেখে শিশু মনে হয়তো হাজারো প্রশ্ন জাগতে পারে তাই হয়তো ঠাকুমা তাঁর হাত ধরে বেরিয়ে এলেন শান্তিনিকেতন থেকে।