
পথ দুর্ঘটনায় আহত টলিপাড়ার জনপ্রিয় শিশুশিল্পী
মহাপীঠ তারাপীঠ, বালিকা বধূ-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়কে। বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে কালনায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে হুগলির নাটাগড়ের কাছে। গাড়িতে অদ্রিজা সহ তাঁর পরিবারের আরও কয়েকজন ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাটাগড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অদ্রিজাদের গাড়িটি রাস্তার পাশে একটি নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন। তাঁরাই আহতদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে অদ্রিজা। তাঁর সঙ্গে পরিবারের কয়েকজন সদস্যও ভর্তি রয়েছেন কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁদের নাম মৌমিতা মুখোপাধ্যায়, প্রযুক্তি দে, গৌরাঙ্গ দে, রিতা দে ,ইঙ্গিত মুখোপাধ্যায়। তবে প্রত্যেকের অবস্থাই এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এই ঘটনা জানাজানি হতেই টলিপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।