
পরিচালকের ভূমিকায় অনির্বাণ, জুটি বাঁধলেন বন্ধু সোহিনীর সঙ্গেই
অভিনেতা থেকে এবার পরিচালকের ভূমিকায় আসছেন অনির্বাণ ভট্টাচার্য। ইতিমধ্যেই পুরোনো বন্ধু সোহিনী সরকারকে নিয়ে মন্দারমণিতে পৌঁছে গিয়েছেন তিনি। যদিও এই প্রথম নয় এর আগেও পরিচালকের দায়িত্বে দেখা গেছে অনির্বাণকে। দীর্ঘদিন ধরেই থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি, সেই সূত্রেই পরিচালনা করেছেন বহু নাটক। এবার হাতেখড়ি বড়পর্দায়। সিনেমার নাম ‘মন্দার’। নিজের পরিচালনায় প্রথম সিনেমায় বন্ধু সোহিনীকেই নায়িকার চরিত্রে বেছে নিয়েছেন অনির্বাণ। তবে সিনেমায় আর কোন অভিনেতা রয়েছেন সে নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।
থিয়েটার আর সিনেমার পরিচালনায় যে বিস্তর ফারাক রয়েছে তা স্বীকার করে নিয়েছেন অভিনেতা। প্রথম পরিচালনার কাজে হাত দিয়ে বেশ টেনশনেই রয়েছেন তিনি। অনির্বাণ আর সোহিনীর জুটি বরাবরই পছন্দের তালিকায় রয়েছে দর্শকদের। তাঁদের অনস্ক্রিন রসায়ন এতটাই সফল ছিল বছর দুয়েক আগে অনির্বাণ- সোহিনীর মধ্যে প্রেমের গুঞ্জন শোনা যেত ইন্ডাস্ট্রিতে। তবে নিজের সদ্য বিবাহিতা স্ত্রী মধুরিমার সঙ্গে সুখে দাম্পত্য জীবন যাপন করছেন অনির্বাণ। আর রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনীর দীর্ঘদিনের সম্পর্কের কথাও প্রকাশ্যে এসেছে। তবে নতুন ভূমিকায় অনির্বাণ-সোহিনীর জুটির ফেরার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।