
পাইলটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ টেলি অভিনেত্রীর
এক পাইলটের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ আনলেন মুম্বই টেলিভিশন জগতের এক অভিনেত্রী। মুম্বইয়ের ওশিয়াড়া থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগে ওই অভিনেত্রীর জানিয়েছেন, এক ম্যাট্রিমোনিয়াল সাইটে তাঁর আলাপ হয় অভিযুক্ত পাইলটের সঙ্গে। এরপর মোবাইল নম্বর আদান-প্রদান এবং সোশাল সাইটে নিয়মিত চ্যাটিং। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত পাইলট তাঁর সঙ্গে বহুবার সহবাস করেন বলেই অভিযোগ জানিয়েছেন ওই অভিনেত্রী।
কিন্তু ইদানিং তাঁকে এড়িয়ে চলছিলেন এবং বিয়ের প্রতিশ্রুতির কথা অস্বীকারও করেন অভিযুক্ত। তাই সোমবার রাতেই ওসিয়াড়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও ওই পাইলটকে গ্রেফতার করা হয়নি। যদিও মুম্বই পুলিশ জানিয়েছে তাঁরা তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে ওই ম্যাট্রিমোনিয়াল সাইটের অফিসেও যোগাযোগ করেছে মুম্বই পুলিশ। প্রয়োজনে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরাও করা হবে।