
যোগী বনাম তাপস রায়
তিন ভাবে কেন্দ্রীয় বিজেপি নেতারা তাঁদের প্রচার চালাচ্ছে। নরেন্দ্র মোদি ধর্মের ধারকাছ দিয়ে না গিয়ে "কি দেব কি করবো" বলেই সরাসরি আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে। অমিত শাহ কিংবা নাড্ডা সংগঠনের দিকে তাকাচ্ছেন এবং ভাষণে ২০০ আসন পাচ্ছেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। অবশ্য তার সাথে রাম ধ্বনি দিচ্ছেন অর্থাৎ হালকা হিন্দুবাদ। কিন্তু যোগী আদিত্যনাথ ভারতে হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে খ্যাত। কাজেই তিনি মঞ্চে উঠে বারবার দেবদেবী বা পুজোআর্চা নিয়ে বক্তব্য রাখছেন। শুধু রাখাই নয়, এ রাজ্যে দেবদেবী অসম্মানিত, এমন কথাও বলছেন। বোঝাই যায় তাঁকে পাঠানো হচ্ছে ধর্মের বার্তাবাহক হিসাবে।
বৃহস্পতিবার ফের বঙ্গে প্রচারে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি তাঁর বক্তব্যে জানালেন, তাঁরা ক্ষমতায় এলে পুজোপার্বনের দিকে জোর দেবেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেও পুজো নিয়ে কটাক্ষ করলেন। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র তাপস রায় CN নিউজকে জানালেন, ও যোগী নয় ভোগী। জানালেন এইসব লোকের কাছ থেকে ধর্ম শিখতে যাবো নাকি। উনি নিজের রাজ্য সামলান |