হীরক জয়ন্তীতে 'এই পথ যদি না শেষ হয়'
হীরক জয়ন্তীতে পড়লো 'সপ্তপদী।' ষাটবছর আগের সেই উত্তম-সুচিত্রার রোমান্টিক গান আজও সোশাল নেটওয়ার্কে শুধুই দেখায় যায় না, গানটি নিয়ে কাউকে ট্রোলও করা হয়। মোটর সাইকেলে উত্তম গান গাইছেন ' এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বল তো', পিছনে বাহুবন্ধনে জড়িয়ে সুচিত্রা বলছেন 'তুমিই বলো।' এই ছবি নিয়ে অনেক ইতিহাস আছে। অজয় কর ছিলেন ছবির পরিচালক, জুটিকে ডেকে বললেন, এ ছবিতে ওথেলো নাটকের একটি দৃশ্য আছে কিন্তু সমস্ত ডায়লগ ইংরেজিতে বলতে হবে। জটিল বিষয়। শুটিংয়ের সময়ে বোঝা গেল দুজনের কেউই শেক্সপিয়রের ইংরেজিতে রপ্ত নন। কী করা যায় ?
সরাসরি অজয়বাবু উত্তম সুচিত্রাকে জানালেন, এই ডায়লগ নিয়ে আমি কোনও আপস করব না। অতএব আপনারা অভিনয় করুন কিন্তু ডায়লগ ডাব করা হবে। তাঁরা অগত্যা রাজি হলেন। শেষপর্যন্ত উত্তমের ডায়লগ বললেন উৎপল দত্ত এবং সুচিত্রার দায় নিলেন আর এক অভিনেত্রী তথা শশী কাপুরের স্ত্রী জেনিফার কেন্ডাল। ছবির দৃশ্য অসাধারণ হয়েছিল কিন্তু এই ফাঁকি ধরতে পারেনি কেউই।