
বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তিতে হাসপাতালে ভর্তি সচিন তেন্ডুলকার
বেশ কয়েকদিন আগেই ক্রিকেট মহলের তারকা সচিন তেন্ডুলকার করোনায় আক্রান্ত হন। এরপর সেই কথা তিনি নিজেই টুইটে জানান। এবার সেই নিয়েই ভর্তি হলেন হাসপাতালে। ডাক্তারের পরামর্শ নিয়ে ভর্তি হলেন।সেই কথাও তিনি টুইটের মাধ্যমে জানালেন। যদিও বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তির দিনেই হাসপাতালে ভর্তি হলেন। সেই কথা তিনি টুইট করে লেখেন, 'সকলকে আমার ভালোবাসা ও ধন্যবাদ।চিকিৎসকের পরামর্শ মত হাসপাতালে ভর্তি হলাম। আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জয়লাভ করেছে।' এদিকে তিনি করণে সংক্রমিত।তবু ও থিম থাকেনি একের পর এক নেটিজেনদের জন্য তিনি টুইট তার কথা জানাচ্ছেন।কিন্তু তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি তিনি বাড়ি ফিরবেন।