Petrol-diesel: উৎসবের মরশুমে ফের দাম বাড়ল পেট্রল ও ডিজেলের

নয়াদিল্লিঃ উৎসবের মরশুমেও বেড়েই চলেছে জ্বালানির দাম। ষষ্ঠীর পর নবমীতেও ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। যার সরাসরি প্রভাব পড়েছে খোলাবাজারে। 

বৃহস্পতিবার মহানবমীর সকালে পেট্রলের দাম বাড়ল ৩৫ পয়সা। তার ফলে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়াল ১০৪ টাকা ৭৯ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯৩ টাকা ৫২ পয়সা। মুম্বইতে পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১০ টাকা ৭৫ পয়সা এবং ১০১ টাকা ৪০ পয়সা। ভোপালে পেট্রলের দাম ১১৩ টাকা ৩৭ পয়সা। ডিজেল এর দাম ১০২ টাকা ৬৬ পয়সা। 

কলকাতায় এক লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ৪৩ পয়সা এবং ডিজেলের দাম ৯৬ টাকা ৬৩ পয়সা। চেন্নাইতে পেট্রলের দাম ১০২ টাকা ১০ পয়সা। ডিজেলের দাম ৯৭ টাকা ৯৩ পয়সা।

জ্বালানির দাম বৃদ্ধিতে সমস্যায় আমজনতা। দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের। 


Tags:
Petrol-diesel
Price High
kolkata