করোনা থেকে বাঁচতে গোটা উড়ানই বুক!
করোনা থেকে নিজেকে বাঁচাতে কতদূর পর্যন্ত একজন যেতে পারেন? বিমানে চড়লে বড়জোর একটা পিপিই পরবেন, মাস্ক লাগাবেন আর স্যানিটাইজার ব্যবহার করবেন। কিন্তু এখানেও নজির গড়লেন জাকার্তার একজন। তিনি জাকার্তা থেকে বালির একটা গোটা উড়ানই ভাড়া করে ফেলেছেন। গোটা প্লেনে কেবল তিনি এবং তাঁর স্ত্রী।
তিনি জাকার্তার বিখ্যাত ধনী রিচার্ড মুলজাদি। তিনি করোনার ভীতিতে এই কাণ্ড করেছেন। ইনস্টাগ্রামে তিনি নিজেই জানিয়েছেন এই কথা। তিনি তো বটেই, তাঁর স্ত্রী স্যালভিয়েনে চ্যাং করোনকে ভয়ঙ্কর ভয় পান। খালি বিমানের ছবিও তিনি সেইসঙ্গে পোস্ট করেছেন।
রিচার্ড লিখেছেন, বিমানের যতগুলো সম্ভব টিকিট কাটার পরও দেখছি, এটা বেসরকারি জেটের ভাড়া করার থেকে সস্তা। সামাজিক দূরত্বকে চরমে নিয়ে গিয়ে তিনি বলেছেন, উড়ানে যেন কেউ না থাকে তা নিশ্চিত করার পরই তিনি বিমানে চড়েছেন। না হলে তিনি যেতেনই না।
তবে ওই বাটিক এয়ারের বিমানের কোম্পানি লিওন এয়ার গ্রুপ জানাচ্ছে, মোটেই গোটা প্লেন নয়, মাত্র দুটি টিকিটই কেটেছিলেন রিচার্ড। তবে বেহিসেবি দরাজ খরচের জন্য বিখ্যাত রিচার্ডের কথা বিশ্বাসও করেছেন অনেকেই।