Breaking News: উচ্চ মাধ্যমিক রেজাল্টে ধর্মের উল্লেখ, সরানো হল মহুয়া দাসকে

কলকাতাঃ উচ্চমাধ্যমিকের রেজাল্ট বিতর্কের জের।  অপসারিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। যদিও এটি রুটিন বদলি বলে জানিয়েছে শিক্ষা সংসদ। 


নতুন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। 

প্রসঙ্গত, পরীক্ষার্থীর  ধর্ম পরিচয় তুলে ধরে বিতর্কের মুখে পড়েছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করতে গিয়ে প্রথমা রুমানা সুলতানার মুসলিম পরিচয় তুলে ধরেছিলেন তিনি। যার পরই নেটমাধ্যমে তো বটেই, রাজনৈতিক মহলেও বিতর্কের ঝড় বয়ে যায়।

যদি ও পরে মহুয়া বলেন,পরীক্ষার্থীর ধর্ম পরিচয় তুলে ধরা তাঁর উদ্দেশ্য ছিল না। আবেগের বশে মুখ থেকে বেরিয়ে গিয়েছে। তাঁর দাবি ছিল, আসলে সকলের সঙ্গে রুমানার গৌরব ভাগ করে নিতে চেয়েছিল সংসদ। এই প্রসঙ্গে বেগম রোকেয়ার প্রসঙ্গও তুলেছিলেন তিনি।

মহুয়ার আচরণ নিয়ে শিক্ষা মহলও ছিল রীতিমতো সরগরম। এর বিরুদ্ধে সল্টলেকে শিক্ষা সংসদের দফতরের বাইরে বিক্ষোভ দেখান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। মহুয়ার পদত্যাগের দাবি তোলেন তাঁরা। বিক্ষোভ হটাতে এলে পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষও বাধে তাঁদের। বেশ কয়েক জনকে আটকও করা হয়।Tags:
Mahua Das
president
Higher Secondary Education