Durga Puja: মুম্বাইতে কাজলের পুজো

মুম্বাইয়ে পারিবারিক পুজোয় মাতলেন কাজল, সাথে তনুজা, দেব মুখোপাধ্যায়, রানি,তানিশা প্রমুখ। এই পুজোটা গত কয়েক বছর ধরে কাজলই করে আসছেন। ঠাকুর আনা থেকে ভোগ বিতরণ, সিঁদুর খেলা,বিসর্জন সবেতেই সামিল হন তিনি।

মুখার্জি পরিবারের এই পুজোয় থাকেন রানি মুখোপাধ্যায়ও। এবারে বিভিন্ন রঙের শাড়িতে কাজলকে দেখা গেল। মুখে মাস্ক পরেই সমস্ত কাজ করছেন তিনি।  তার পুজোয় হাজির হয়েছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়, দেবু মুখোপাধ্যায় প্রমুখেরা।

নর্থ বম্বের হীরাবতী ব্যাঙ্কোয়েট হলে আয়োজন করা হয় এই পুজোর। এটি কাজলদের পারিবারিক পুজো। এই পুজোর মূল উদ্যোক্তা কাজলের কাকা দেব মুখোপাধ্যায়। 

কয়েক  দশক ধরে এই পুজো হয়ে আসছে। প্রতি বছরই সময় করে কাজল হাজির হন পুজোয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পুজোর কটা দিন একেবারে বাঙালি সাজে দেখা যায় অভিনেত্রীকে।সপ্তমী, অষ্টমীর পর নবমীর পুজো উদযাপন। গাঢ় সবুজ শাড়িতে নিজেকে মহানবমীতে সাজিয়েছেন অভিনেত্রী কাজল। এদিনও সকলের সঙ্গে সামিল হন পুজোয়।

Tags:
durgapuja 2021
Mumbai
Kajal