বর্ষশেষের বলি
নিউ ইয়ারের আগের দিন প্রচুর বাজি পোড়ানো হয়েছিল ইতালির রাজধানী রোমে। আলোয় ঝলমলে ছিল ৩১ ডিসেম্বরের রাতের আকাশ। সকাল হতেই দেখা গেল, রোমের রাস্তায় পড়ে রয়েছে শয়ে শয়ে মৃত পাখি। পশুপ্রেমীরা বলছেন, এটা গণহত্যা। ভিডিওতে দেখা যাচ্ছে, রোমের প্রধান রেল স্টেশনের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রচুর মরা পাখি, বেশিরভাগই স্টারলিং।
কী করে এত পাখির মৃত্যু হল তা জানা যায়নি। তবে পরিবেশবিজ্ঞানীদের মত, বাজির বিকট আওয়াজে মারা গিয়েছে সেগুলি। আশপাশের গাছগুলিতেই তাদের বাসা। পশুপ্রেমী লোরেদানা দিগলিও বলছেন, হয়তো ভয়েই মারা গিয়েছে পাখিগুলি। ভয়ে একসঙ্গে উড়তে গিয়ে হয়তো ধাক্কা খেয়েছে বন্ধ জানলায়। তারা যে হার্ট অ্যাটাকেও মরতে পারে এটা ভুললে চলবে না।
প্রতিবছরই এই বাজির শব্দে বিপন্ন হয়ে পড়ে পোষা জীবজন্তু। এবার লকডাউনের জন্য ছিল নৈশ কার্ফু। বাজি পোড়ানোর উপরেও ছিল নিষেধাজ্ঞা। তাঁরা বাজি বিক্রি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।