করোনা কলার টিউন থেকে সরলেন অমিতাভ
করোনা আবহে মানুষকে সতর্ক করার জন্য প্রায় প্রতিটি টেলিফোন সংস্থা বাব্যহার করেছিলেন কিংবদন্তি অমিতাভ বচ্চনের ব্যারিটোন কণ্ঠস্বর। সেখানে করোনা সংক্রমণ থেকে কী করে মানুষ নিজেকে সাবধানে রাখতে পারে তার সতর্কবার্তা ছিল। প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের থেকে এটি বাধ্যতামূলক ছিল। অমিতাভের কণ্ঠস্বর আকর্ষণীয় কাজেই মানুষের কাছে তা গ্রহণযোগ্য হয়েও ছিল। কিন্তু অক্টোবরের থেকে সংক্রমণ কমতে থাকে ফলে অনেকে আর টেলিফোনে সময় নষ্ট করতে চায় না কারণ সম্পূর্ণ ভয়েস রেকর্ড চলে যাওয়ার পর লাইনে একজন অন্যজনকে পায়।
গতমাসেই অমিতাভের কণ্ঠস্বর বন্ধ করার জন্য কোনও কোনও ব্যক্তি কোর্টের দ্বারস্থ হয়। আপাতত শুক্রবার থেকে বন্ধ হয়ে গেল বিগ বি র কণ্ঠ। সেই জায়গায় এদিন থেকে শোনা যাচ্ছে এক নারীকণ্ঠ। সেই কণ্ঠ জানাবে টিকাকরণের উৎসাহ। নানা বয়সের মানুষকে টিকা দেওয়া হবে। কাজেই তারা যেন ভীত না হয় তার জন্য উৎসাহবার্তা থাকবে।