CN- পুজোর অষ্টমীর আড্ডা, পার্ট~১

বুধবারে পুজোর আড্ডায় ছিলেন অভিনেত্রী অঙ্কিতা ভট্টাচার্য, আর জে মানালি ও তনিমা সেন। এছাড়া ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী,অম্বরিশ ও কমেডি অ্যাঙ্কার সুরজিৎ কর্মকার। 

কবিতা,গান ও গল্পে জমে উঠেছিল পুজোর আড্ডা। পুজোর প্রেম,নতুন প্রেমিকাকে খাবারের দোকান নিয়ে গিয়ে,সেখান থেকে থেকে প্রেমিকের পালিয়ে যাওয়ার মত অনেক গল্পই উঠে এসেছিল এদিনের পুজো আড্ডায়। 

Tags:
CN Durga Pujo Adda
calcutta news