
ভীমা কোরেগাঁও মামালায় তিন বছর পর জামিন পেলেন ভারভারা রাও
ভীমা কোরেগাঁও মামালায় তামিল কবি অসুস্থ ভারভারা রাওকে তিন বছর পর জামিন
দিল বম্বে হাইকোর্ট। শারীরিক অসুস্থতার কারণেই তাঁকে জামিন দিয়েছে আদালত।
সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বম্বে হাইকোর্টের বিচারপতি এস এস
শিন্দে এবং বিচারপতি মণীশ পিটালের ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, অশীতিপর এই
তামিল কবিকে মূলত দুটি শর্তে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। প্রথমত আগামী ৬
মাস তিনি মুম্বইয়ের বাইরে যেতে পারবেন না। আবার যখনই তাঁকে তদন্তের
স্বার্থে তাঁকে NIA যখনই ডাকবে তখনই উপস্থিত হতে হবে। এছাড়া আদালত এও
জানিয়েছে, ভারভারা রাও তাঁর ঠিকানা এবং অন্যান্য তথ্য বিশদে জানাতে হবে।
ফলে আপাতত ৬ মাসের জন্য নিশ্চিন্ত হলেন তামিল এই কবি। ভারভারার জামিনের
জন্য দুটি আবেদন জমা পড়েছিল আদালতে। অভিযোগ ছিল অসুস্থ কবির যথাযথ চিকিৎসা
হচ্ছিল না সংশোধনাগারে। এমনকি করোনাতেও আক্রান্ত হয়েছিলেন অশীতিপর ভারভারা
রাও। সবমিলিয়ে বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর শারীরিক অবস্থার কথা
চিন্তা করেই শর্তসাপেক্ষ জামিন দিল।