Viral Video: সাত পাক ঘুরে এবার স্ত্রীর পায়ে মাথা ঠেকাল স্বামী,দেখুন ভাইরাল ভিডিও

হিন্দু বিবাহে  সাত পাক ঘোরার পরে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করার রীতি বহু প্রাচীন সময় থেকে চলে আসছে। বর্তমান সমাজে আধুনিকতার ছোঁয়া লাগায়, সেই রীতি অনেকটাই ফিকে হয়েছে। কিন্তু এখনও এমন অনেক গোঁড়া বা পুরনো সংস্কারে আছন্ন পরিবার রয়েছে, যেখানে এই রীতি পালন করা হয়।

যারা এই ধরনের রীতি থেকে বেরিয়ে আসতে পেরেছেন, সেই সব পরিবারের সন্তানরা নারী-পুরুষে যে কোনও ভেদাভেদ নেই আজকের সমাজে, তা নানাভাবে দেখানোর চেষ্টা করছেন সমাজকে। ঠিক যেমনা ঘটেছে এই দম্পতির ক্ষেত্রে।সেই সব ভেঙে বেরোতে  এখনকার  সমাজে এমন অনেক কিছুই হচ্ছে, যা নজির সৃষ্টিকারী।ঠিক এমনই এক কান্ড ঘটল বিবাহ মণ্ডপে।

এক নবদম্পতি। টুকটুকে লাল বেনারসি, গয়না চূড়ায় সেজে কনে । সামনে এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে বর। আশেপাশে বর-কনের বাড়ির আত্মীয়স্বজন হাসি মজায় মেতে রয়েছেন। এমন সময় 'কাহানি মে টুইস্ট'. এরপর ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই নেটাগরিকরা কৌতূহলের সাথে দেখছে। 

Tags:
Viral Video
wedding