শ্মশানের ছাদ ভেঙে নিহত ১৮ শ্মশানযাত্রী
শ্মশানের ছাউনির ছাদ ভেঙে পড়ে মারা গেলেন ১৮ জন। উত্তরপ্রদেশের মুরাদপুরের ঘটনা। রবিবার বৃষ্টির মধ্যেই এই ঘটনা ঘটেছে। আহত আরও অনেকে। জানা গিয়েছে, বৃষ্টি থেকে বাঁচতে অন্তত ২৫ জন ওই ছাদের তলায়আশ্রয় নিয়েছিলেন। তাঁরা স্থানীয় বাসিন্দা রামধনের শেষযাত্রায় শ্মশানযাত্রী হিসেবে সেখানে গিয়েছিলেন।
গোড়ায় বহু লোক আটকে পড়েছিলেন। সেখানে এনডিআরএফের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারকে ২ লাখ টাকার ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। এব্যাপারে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে মিরাটের প্রশাসনকে।