
বিধানসভা নির্বাচনের আগে কার্যত দিশেহারা তৃণমূল
বিধানসভা নির্বাচনের আগে কার্যত দিশেহারা তৃণমূল। প্রায় নিয়ম করে দলবদলের হিড়িক আর বেসুরো মন্তব্যে প্রশ্ন উঠছে সংগঠনের খোলনোলচে নিয়ে। দলের একাংশের মতে, দক্ষ হাতে সংগঠন সামলানোর কাজ করতেন মুকুল রায়। অভিযোগ, তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর নেতা-কর্মীদের সমস্যার কথা শোনার কেউ নেই। তাই তৈরি হয়েছে অস্বস্তির বাতাবরণ।