জঙ্গিদের আর্থিক মদতের অভিযোগে দোষী সাব্যস্ত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা (Seperatist Leader) ইয়াসিন মালিক। চলতি সপ্তাহে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র (NIA Court) বিশেষ আদালত তাকে (Yasin Malik) দোষী সাব্যস্ত করেছে। আগামি ২৫ মে তার কী সাজা হবে, নিশ্চিত করবে দিল্লির এই কোর্ট।
সূত্রের খবর, ২৫ মে-র আগেই মালিককে সম্পত্তি সংক্রান্ত হলফনামা জমা দিতে বলেছে আদালত। গত ১০ মে ইউএপিএ আইনে অভিযুক্ত ইয়াসিন নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। তারপরই বুধবার ইয়াসিনকে দোষী সাব্যস্ত করে এই বিশেষ আদালত।
ইয়াসিনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছিল এনআইএ। ছিল জঙ্গি কার্যকলাপের ষড়যন্ত্র, জঙ্গি দলের সদস্য, দেশদ্রোহ এবং ফৌজদারী ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা। আদালত আগেই জানিয়েছিল, ‘স্বাধীনতা সংগ্রাম’-এর নামে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করেছেন ইয়াসিন। সেখান থেকে টাকা সংগ্রহ করে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের আর্থিক সহযোগিতা করছেন। সেটাই আদালতে প্রমাণও করে দেখিয়েছে এনআইএ। তারপরেই তাকে দোষী সাব্যস্ত করা হয়।