২৯ মার্চ, ২০২৪

Viral: তেলেঙ্গানার সরকারি হাসপাতালে মহিলা কর্মীদের মদের পার্টি, ভিডিও ভাইরাল হতেই হৈচৈ
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-28 12:51:46   Share:   

সোশ্যাল মিডিয়ার (Social Media) জগতে কোনও কিছুই লোকচক্ষুর আড়ালে রাখা যায় না। ভালো কাজ হোক বা অন্যায়, সবটাই মুহূর্তের মধ্যে প্রকাশ্যে চলে আসে। তেমনই একটি ভিডিও সম্প্রতি নেটপাড়ায় হৈচৈ ফেলেছে। ভিডিওটি ভাইরাল (Viral Video) হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটপাড়ার বাসিন্দারা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সরকারি হাসপাতালের মধ্যে মহিলা কর্মীরা মদের পার্টি করছেন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) হানামকোন্ডা জেলার সরকারি প্রসূতি হাসপাতালের অভ্যন্তরে।

ভিডিওটি হাসপাতালে ভর্তি থাকা কোনও এক রোগীর আত্মীয় রেকর্ড করেছেন। হাসপাতালের মহিলা কর্মচারীদের হাসপাতাল চত্বরে মদ পান করাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হওয়ার পর রোগীর পরিজনদের মধ্যেও উত্তেজনার সৃষ্টি হয়। রোগীর পরিজনরা ওই হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগও করেন। তাঁদের অভিযোগ, হাসপাতালের কর্মীরা রোগী পরিষেবায় গাফিলতি করেন। এমনকি ২৪ ঘন্টা সতর্ক থাকার পরিবর্তে জন্মদিন উদযাপন করছে। এবং হাসপাতলের মধ্যেই  মদ্যপান পার্টির আয়োজন করছেন। যার কারণে তাঁরা  তাঁদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন।

উল্লেখ্য, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাঁদের মধ্যে একজন নার্স, একজন আরোগ্যশ্রী কর্মী এবং  একজন স্টাফ নার্স এবং দুজন বহিরাগত রয়েছেন বলে জানা গিয়েছে।


Follow us on :