ব্রেকিং নিউজ
Vaccination ১৫-১৮ বয়সিদের জন্য টিকাকরণ শুরু ৩ জানুয়ারি
HomenationalVaccination ১৫-১৮ বয়সিদের জন্য টিকাকরণ শুরু ৩ জানুয়ারি
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-12-26 12:11:49
বড়দিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ক্রিসমাসের দিনই দেশবাসীকে একপ্রকার উপহার দিলেন তিনি। জানালেন, ১৫ থেকে ১৮ বছর বয়সিদের জন্য শুরু হচ্ছে টিকাকরণ। ৩রা জানুয়ারি থেকে শুরু হবে এই ভ্যাকসিনেশন। পাশাপাশি বুস্টার ডোজ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। ষাটোর্ধ্ব ও কোমর্বিডিটি রয়েছে, এমন মানুষদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এছাড়া করোনা যোদ্ধাদের জন্য প্রিকশন ডোজের কথাও বলেছেন তিনি। যা শুরু হবে ১০ জানুয়ারি থেকে। দেশে দ্রুত শুরু হবে নাজাল টিকা দেওয়া।
শনিবার প্রধানমন্ত্রী আরও বলেন, ওমিক্রনের কারণে বিশ্বে সংক্রমণ বাড়ছে নতুন করে। ভারতেও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন মানুষ। ওমিক্রন নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সবাইকে কোভিডবিধি মানার ওপর জোর দিতে বলেছেন তিনি। মাস্ক পরাও বাধ্যতামূলক করতে বলেছেন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৭ জন। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪২২ জন। আগের দু'দিনের তুলনায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা খুব একটা উর্ধ্বমুখী নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ওমিক্রন আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩০ জন।
অন্যদিকে ডবল খুশির খবর দেশবাসীর জন্য। ভারত বায়োটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন 'কোভ্যাক্সিন' ১২ থেকে ১৮ বছর বয়সি শিশুদের জন্য জরুরি অবস্থায় ব্যবহারের অনুমোদনও দিল ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল বা ডিসিজিআই। আগে ডিসিজিআইকে, সাবজেক্ট এক্সপার্টস কমিটি বা এসইসি কোভ্যাক্সিনকে শিশুদের জন্য ব্যবহারের অনুমোদন দিতে সুপারিশ করেছিল। এই নিয়ে ভারতে দ্বিতীয় করোনা ভাইরাস টিকা শিশুদের ব্যবহারের জন্য ছাড়পত্র পেল। গত অগাস্ট মাসেই, জাইডাস ক্যাডিলার তিন-ডোজের ডিএনএ ভিত্তিক করোনা টিকা, প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সি শিশুদের জন্য ব্যবহারের করার অনুমতি দেওয়া হয়েছিল।
এদিন কোভ্যাক্সিনকে শিশুদের ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়ে ডিসিজিআই জানিয়েছে, ভারত বায়োটেকের পক্ষ থেকে সরকারের কাছে যে ক্লিনিকাল ট্রায়াল সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে, সেই অনুযায়ী, কোভ্যাক্সিনের দুই ডোজের ব্যবধানের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে কোনও পার্থক্য নেই। অর্থাৎ, শিশুদের টিককরণের ক্ষেত্রেও, কোভ্যাক্সিনের প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান হবে ২৮ দিন।