স্বল্প সময়ের জন্য হলেও দেশের পরবর্তী প্রধান বিচারপতি (Chief Justice) হচ্ছেন উদয় ইউ ললিত। তাঁর নামই আইন মন্ত্রকের কাছে প্রস্তাব করেছেন বর্তমান প্রধান বিচারপতি এনভি রমন্না (Justice NV Ramanna)। চলতি মাসের ২৭ তারিখ রামান্নার উত্তরসূরি হিসেবে শপথ নেবেন ইউইউ ললিত (Justice UU Lalit)। এমনটাই আইন মন্ত্রক সূত্রে খবর। এ প্রসঙ্গে উল্লেখ্য, দেশের শীর্ষ আদালতের আগামি প্রধান বিচারপতির নাম জানতে চেয়ে বিচারপতি রমন্নাকে অনুরোধ করেছিল আইন মন্ত্রক (Law Ministry)। সেই অনুরোধকে প্রাধান্য দিয়েই বিচারপতি ইউইউ ললিতের নাম প্রস্তাব করেন বর্তমান প্রধান বিচারপতি।
দেশের প্রধান বিচারপতি অবসরের আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম ঘোষণা করেন। এই প্রথাই চলে আসছে শীর্ষ আদালতে। তাই বিচারপতি রমন্না অবসর গ্রহণের আগে আইনমন্ত্রক থেকে একটি চিঠি পান। সেই চিঠির জবাবেই অবসর গ্রহণের একমাস আগে আইনমন্ত্রককে নিজের উত্তরসূরির নাম পাঠান প্রধান বিচারপতি।
এদিকে, বিচারপতি ললিত মাত্র তিন মাসের জন্য প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করবেন। দেশের বর্তমান প্রধান বিচারপতি এনভি রমন্না ২০১৪ সালের অগস্টে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন।